চট্টগ্রাম থেকে অপহৃত নারী আশুলিয়ায় উদ্ধার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: চট্টগ্রাম থেকে এক নারীকে অপহরণের পাঁচ দিন পর আশুলিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ সাভারের নবীনগর সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। এ অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পান্দুয়া বাজার এলাকার আসাদ মিয়ার বাড়ি থেকে অপহৃত ওই নারীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর উপপরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক বলেন, মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২৯ এপ্রিল চট্টগ্রামের অক্সিজেন মোড়ের নিজ বাসা থেকে হালিমা বিনতে নূরুল ইসলাম (৪৫) নামে এক নারীকে কৌশলে আশুলিয়ায় নিয়ে আসে এক যুবক। এরপর হলিমাকে পান্দুয়া এলাকার আসাদ মিয়ার ভাড়া বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরে তার নিকটে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণ হাতিয়ে নেয় অপহরণকারী চক্রটি।
এদিকে হালিমাকে না পেয়ে তার স্বজনেরা বিষয়টি র‌্যাবকে জানায়। এরই ভিত্তিতে ওই নারীকে উদ্ধারে বিভিন্ন প্রযুক্তির সহায়তার তার সর্বশেষ স্থান আশুলিয়ায় নিশ্চিত হয় র‌্যাব। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৪ (সিপিসি-২) এর কম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিমের নেতৃত্বে পান্দুয়া বাজারে অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময়  স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানার বাড়ি থেকে অপহরণের সাথে জড়িত সন্দেহে আটক করা হয় শামীম হোসেন নামে এক যুবককে। তিনি আরো জানান, এঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধযানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
পরবর্তী নিবন্ধমাদকাসক্তি থেকে মুক্তি চান মাইলি