চট্টগ্রাম কলেজ“গৌরবের ১৫০বছর সম্প্রীতি মেলা”

 

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রাম কলেজ “গৌরবের ১৫০ বছর” উদযাপন উপলক্ষ্যে “চট্টগ্রাম কলেজ
আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রাম কলেজ
প্রাক্তনদের সম্প্রীতি ,বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ
ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের
সম্প্রীতি মেলা ২০১৯  আগামী ২৭ ডিসেম্বর’১৯ চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে
অনুষ্ঠিত হবে । ২৭ ডিসেম্বর সকাল ৯:৩০ মিনিটে উপস্থিত থেকে সম্প্রীতি মেলার
শুভ উদ্ভোধন করবেন চট্টগ্রাম কলেজের গৌরব চট্টগ্রামের মাননীয় মেয়র আ.জ.ম.
নাছির উদ্দীন । বিভিন্ন পর্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এম.পি
মহোদয়,পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান,
বিশ্ব বিখ্যাত চিকিৎসক ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাশেদ নিজাম ।এই উপলক্ষ্যে
সম্প্রীতি মেলার শেষ প্রস্তুতি সভা ২৫ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় নগরীর
র‌্যাডিক্স কোচিং সেন্টারে(এমইএস কলেজের গেইটের বিপরীতে) অনুষ্ঠিত হবে ।
চট্টগ্রাম কলেজের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী ও ”ট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের
সংশ্লিষ্ট সকল কার্য নির্বাহী সদস্য ও সম্প্রীতি মেলার বিভিন্ন উপকমিঠির সকলকে
ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল আলম,কার্যকরী সভাপতি এসএম মোরশেদ
জাফর  এবং সচিব কবি ও সংগঠক কবি শারুদ নিজাম উপস্থিত থাকার জন্য  বিশেষ ভাবে
আহবান  জানিয়েছেন ।
সম্প্রীতি মেলায়  অংশগ্রহনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় সূভেনিয়র । অনুষ্টান
মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের
বীর মুক্তিযোদ্ধাদের  সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং
তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশন,
দুপুরে “মধ্যাহ্ন ভোজ ,স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা
নাস্তার আয়োজন , অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড
এর গান, আর রাতে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট
ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও
সম্প্রীতি মেলার  অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। সম্প্রীতি মেলায় অ
ঞজওইটঞঊ ঞঙ গঅঊঝঞজঙ পরিচালনা করবেন প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু’র সতীর্থ ও
আপনজনেরা এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি ,বিনোদন, প্রাক্তন
ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা । ইতিমধ্যে
স্বাংস্কৃতিক পরিবেশনা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের চুক্তি
পরবর্তী নিবন্ধযথাযোগ্য মর্যাদায় বীরকন্যা মুক্তিযোদ্ধা খঞ্জনীর দাফন সম্পন্ন