চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে প্লেন ওঠানামা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) দেশের উপকূলীয় অঞ্চলের কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় বেবিচক। এতে দেশের ছয়টি অভ্যন্তরীণ রুটে ৬০টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা এবং নভোএয়ার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস বাংলার ২৮টি ও নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-ময়মনসিংহ মহাসড়ক না ব্যবহারের অনুরোধ
পরবর্তী নিবন্ধসিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ: আবহাওয়া অধিদপ্তর