পপুলার২৪নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ও স্থানীয় সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড় মোরা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পায়রা ৮ নম্বর পুনঃ ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।