চট্টগ্রামে বাসায় গিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করবে বিআইটিআইডি 

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রামে কারো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকলে ফোনে জানালেই বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করবে সীতাকুণ্ডে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের বিশেষজ্ঞ টিম। ০২৪৪০৭৫০৪২ ও ০২৪৪০৭৫০৪৩ এই দুটি নম্বরের মাধ্যমে বিআইটিআইডি-তে যোগাযোগ করা যাবে।
বিআইটিআইডির করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদ জানান, করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিতে সরাসরি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। রোগী প্রথমে বিআইটিআইডির নাম্বারে ফোন করে বিস্তারিত জানাবেন। এরপর উপসর্গ পর্যালোচনা করে বিশেষজ্ঞ টিম সিদ্ধান্ত নেবেন পরীক্ষার প্রয়োজন আছে কিনা।

তিনি জানান, নমুনা সংগ্রহের জন্য আলাদা একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। টেকনোলজিস্টসহ আমাদের একটি টিম সন্দেহজনক রোগীর ঘরে গিয়েই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কারাবন্দিদের হাতে তৈরি হচ্ছে মাস্ক
পরবর্তী নিবন্ধস্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো