পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের দুই সংঘর্ষের মামলার আসামি এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, তিনি প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবেও পরিচিত।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩০ অক্টোবর ও ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার আসামি মামুন। তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দিয়াজের মৃত্যুর কারণ খুঁজতে ঢাকা থেকে যাওয়া চিকিৎসকদের উপস্থিতিতে তার অনুসারীদের ওপর হামলার পরদিন এ আটকের খবর এল। ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের পুনঃময়নাতদন্তকারী দল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শন করার সময় সেখানে দিয়াজের অনুসারীদের উপর হামলার ঘটনা ঘটে। একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলেও দিয়াজ অনুসারীদের কক্ষে হামলার অভিযোগ পাওয়া গেছে।
এসব হামলার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাদের দুষছেন দিয়াজ অনুসারীরা। দিয়াজের মায়ের করা মামলায় আলমগীর টিপুও আসামি। যদিও এ নেতা দিয়াজ হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের দরপত্র নিয়ে বিরোধে টিপু এই হত্যাকাণ্ড ঘটান বলে দিয়াজের পরিবারের অভিযোগ করে আসছে।