চট্টগ্রামে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে নিহত ১৩

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল ম্যাজিক টেম্পোটি। গাড়িতে ১৮ জন যাত্রী ছিলেন। যাত্রীবোঝাই টেম্পোটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ যাত্রী। পরে মারা যান আরও একজন। আহত হন ১০ জন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আহতদের চুনতি ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেট হাসপাতালে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসচেতনতা মাধ্যমে  করোনা ভাইরাস  কে মোকাবেলা  করতে হবে