চট্টগ্রামে চলছে মাদকের রমরমা ব্যবসা

মেহেদী হাসান, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর ক্রাইম জোন এলাকা হিসাবে পরিচিত খুলশি  থানা এলাকার
তুলতুলী বস্তী মাদক সম্রাট সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী ওচমাইন্না
খুলশী  থানা এলাকার  বিভিন্ন বস্তি এলাকায় অবাধে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে,
ষোলশহর রেয়েল ষ্টশন,২নং গেইট, তুলাতুলী বস্তী, খুলশী কলোনি, ঝাউতলা এলাকার রেল
ভবন এলাকা, ঝাউতলা বিহারী কলোনী সহ আশেপাশের এলাকায় তার বিশাল মাদকের
বাণিজ্যিক নেট ওয়ার্ক রয়েছে, বাংলা মদ, গাজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা সহ
বিভিন্ন নেশাজাতিয় দ্রব্য সামগ্রী বিক্রয় করে। তার সহযোগীদের মধ্যে রয়েছে আরেক
ওচমাইন্না, জাবেদ, বেলাল, জানে আলম, জাহাঙ্গীর।
এছাড়াও ওচমাইন্ন্যা,  বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার ছত্রছায়াতে
ব্যবসা পরিচালনা করে থাকে। , জেয়েলে গেছে কয়েক বার,জামিনে এসে আবার পুরাতন
ব্যবসায়র হাল দরে। খুলশী, বায়েজিদ,পাঁচলাইশ থানায় রয়েছে  ১০-১৫টি মামলা ও
১৫-২০টি সাধারণ ডায়েরী আছে। ওচমাইন্ন্যার রয়েছে বিশাল ইয়াবা ও অস্ত্র
সেন্টিগেট। ইয়াবা ব্যবসায়ি, সন্ত্রাসী ওচমাইন্ন্যা সি.এম.পি তালিকাভুক্ত
সন্ত্রাসী।
ওচমাইন্না  মাদক ব্যবসা থেকে শুরু করে অপহরন, হত্যা, মুক্তিপন আদায়, এবং
অন্যের জায়গা জোরপূর্বক দখল করা ইত্যাদি। এই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে
গেলে পুলিশও তাদের থেকে রেহাই পায় নাই। ওসমা বাহিনীর  অপরাধে  মানুষ আতঙ্কে
দিন যাপন করছে। তাদের বিরুদ্ধে ১৫ টির অধিক মামলা আছে। শুধু তাই নয় পবিত্র
রমজানে দিনের বেলায় ২ং গেইট তুলাতলী রেয়েল লাইনের পাশ্বে দোকানে লাল কাপড়
টাংগীয়ে অবাধে বিক্রি করছে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য।
তাই তাদের গ্রেফতার করলে খুলশী কলোনি ও তুলাতুলী,ট্রেকনিক্যাল এলাকায় শান্তি
ফিরে আসবে। এলাকার শান্তি প্রিয় জনগনের প্রশ্ন চলমান মাদক বিরোধী অভিযানে
সন্ত্রাসী ওচমচন গং কী ভাবে পার পেয়ে যাচ্ছে? এলাকার জনসাধারণ এসব
সন্ত্রাসীদের কারণে অতিষ্ট হয়ে পড়েছে। এদিকে এলাকায় উঠতি বয়সী যুব সমাজ মাদকের
ভয়াবহ ছোবলে আক্রান্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী অবিলম্বে সন্ত্রাসী ওচমান ও
তার দলবল কে গ্রেফতার করা হোক।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আ’লীগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধজীবনের দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জ কী, জানালেন কাদের