চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যুর দিনে আক্রান্ত ৯৪৫

জেলা প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৩৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৯৪৫ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৯০২ জনে।

রোববার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৩৯ ও বিভিন্ন উপজেলার ৩০৬ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৯ জন, অ্যান্টিজেন টেস্টে ২৫৯ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধদেশে পৌঁছেছে সিনোফার্মের কেনা ১০ লাখ ডোজ টিকা