চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :

ভাঙাচোরা সড়কের পাশাপাশি সমন্বয়হীন উন্নয়ন ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে
বন্দর নগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘণ্টার পর
ঘণ্টা আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে
পড়ছেন নগরবাসী ও গাড়ী চালকরা। তবে নগরীর তীব্র যানজট নিয়ে পুলিশ ও সিটি
কর্পোরেশনের রয়েছে পাল্টাপাল্টি যুক্তি।
বেশ কিছুদিন ধরে বন্দর নগরীতে যানজটের মাত্রা অসহনীয় রূপ নিয়েছে। ঈদের মার্কেট
এখনো জমে উঠেনি। অথচ রোজার প্রথম সপ্তাহ না যেতেই বর্তমানে নগরীতে যানজট ভয়াবহ
আকার ধারণ করেছে। মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে
যানবাহনগুলোকে। নগরীর প্রধান সড়ক ও মোড়গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত লেগেই
থাকে তীব্র যানজট। ফ্লাইওভারেও একই চিত্র দেখা যাচ্ছে গত কয়েকিদন দরে। নগরীর
ষোলশহর, জিইসির মোড়, পোর্ট কানেক্টিং রোড, এক্সেস রোড, চকবাজার, মুরাদপলসহ
প্রধান সড়কগুলোতে সব সময় লেগে থাকে যানজট।
ট্রাফিক বিভাগের সাথে উন্নয়ন কাজে সম্পৃক্ত সেবাধর্মী সংস্থাগুলোর
সমন্বয়হীনতা, অপরিকল্পিতভাবে রাস্তা কাটা এবং ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায়
চরম বিশৃঙ্খলা বিরাজ করছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ।
নগর পরিকল্পনাবিদ মাহাতাব উদিন বলেন, ‘রোজার আগে সবাই মিলে বসে একটা
কর্মপদ্ধতি বের করা উচিত ছিলো। ট্রাফিক ম্যানেজমেন্ট এটা করতে ব্যর্থ হয়েছেন।’
সমন্বয়হীন উন্নয়ন ও সংস্কার কাজে এমনিতেই বেহাল অবস্থা পোর্ট কানেক্টিং ও
আগ্রাবাদ এক্সেস রোডের। তার ওপর ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই যানজট লেগে থাকে
এ সড়কে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সড়ক ঠিক না থাকলে যানজট নিরসন করা
কঠিন। রোড যদি ঠিক না থাকে আমরা একা কি করবো। আমাদের তো ২০ ভাগ দায়িত্ব।
আমাদের  দিক থেকে যানজট নিরসনে অক্লান্ত চেষ্টা করছি।’
অন্যদিকে সিটি মেয়রের দাবি, ভাঙাচোরা সড়ক নয়, ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই
যানজট নিরসন হচ্ছে না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মাঠ পর্যায়ে যেসব
ট্রাফিক সদস্য আছে তাদের আরো বেশি তৎপর হতে হবে। আরো আন্তরিক হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকেড়ে নেয়া হতে পারে আফ্রিদির বিশ্বরেকর্ড
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ফণীতে ৬৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত : কৃষিমন্ত্রী