জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কক্সবাজারের চকরিয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে যাত্রীবাহী নোয়াহ (মাইক্রো) গাড়ি ও বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের অপর একটি যাত্রীবাহী এসি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পর্যটকবাহী মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন জ্যান্ত পুড়ে মারা যায়।
এছাড়া অপর এক শিশুও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আহত হয়েছে মাইক্রোবাসে থাকা শিশু, নারীসহ আরো ৯ পর্যটক। এছাড়া শ্যামলী বাসের কয়েকজন যাত্রীও আহত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গলায়মারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে চকরিয়া পৌরশহরে দুইটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে জরুরী চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শিশু, নারীসহ মাইক্রোতে ১২জন পর্যটক ছিলেন। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসছিলেন। দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে। রাত দেড়টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত তিন পর্যটক হলেন ঢাকার ধোলাইর পাড় বাজার কদমতলী এলাকার মুমিন হোসেন প্রকাশ মনোমিয়ার স্ত্রী মাবিয়া বেগম (৫০), মাইক্রো চালক মোহাম্মদ আরিফ (৩২) ও ঢাকার নিউমার্কেট এলাকার মোহাম্মদ মাসুদের পুত্র মো. ইয়ামিন (৫)।
আহতরা হলেন ঢাকার ধোলাইর পাড় বাজার কদমতলী এলাকার মুমিন হোসেনের পুত্র মাসুদ রানা (২৮), মো. মাসুমের স্ত্রী শাহিনুর আক্তার (২৫), সেকান্দর মোল্লার পুত্র সাইফুল ইসলাম (৩০), আবদুর রহিমের কন্যা ববি আক্তার (১৪), গৃহ পরিচারিকা রুমানা (৩০), মোহাম্মদ মাসুদের স্ত্রী স্মৃতি (২০) ও শিশু পুত্র মো. বায়েজিদ (৫), সাইফুল ইসলামের কন্যা ছাবিয়া আক্তার (২৭) ও তছমিন আক্তার (২৬)।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে মাইক্রো বাসের ভেতর এক নারী পর্যটক, চালক জ্যান্ত পুড়ে অঙ্গার হয়ে যায়। আরেক শিশুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায়। প্রায় দুইঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কামরুল আজম আরো জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় মাইক্রোতে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে এ পর্যন্ত তিনজন পর্যটক মারা যাওয়ার তথ্য রয়েছে। আহত হয়েছে মাইক্রোর আরো ৯ পর্যটক এবং যাত্রীবাহী শ্যামলী বাসের আরো বেশ কয়েকজন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চকরিয়ার একাধিক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পর্যটকবাহী মাইক্রোটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এলাকার একই পরিবারের সদস্য। তারা কক্সবাজার বেড়াতে আসছিলেন।