ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ এফ এম ফখরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মতিঝিলে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেবেন—বিষয়টি আগে থেকে জানত দুদক। সে অনুযায়ী দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল আগে থেকে ফাঁদ পেতে ছিল। বেলা দুইটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন ফখরুল ইসলাম। এ সময় তাঁকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নৌপরিবহন অধিদপ্তরের ওই কর্মকর্তাকে মতিঝিল থানায় আনা হয়। এ ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার ঐতিহাসিক জয়
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমি পদক পাচ্ছেন ৭ গুণী