ঘুষেও চাকরি মেলেনি, পেটে ছুরি চালিয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের পেটে ছুরি চালিয়ে বাদল বিশ্বাস (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বাদল বিশ্বাস ওই গ্রামের অমল বিশ্বাসের ছেলে। তিনি নিজামকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ছিলেন।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই সজল জানিয়েছেন, বাদল এক বছর আগে এ্যাসেনসিয়াল ড্রাগসে ছোট ভাইয়ের চাকরির জন্য নিজামকান্দি গ্রামের শংকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না দিয়ে টাকা নিয়ে ৩ মাস আগে ভারতে পালিয়ে যায় শংকর। ভাইয়ের চাকরি হয়নি। পাশাপাশি টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বাদল।

তিনি সোমবার রাতে বাড়ির পেছনের দিকে গিয়ে পেটে ছুরি চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার ইউপি সদস্যের দাহ করা হয়। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধঋতুকালীন ছুটি ১০০ বছর আগেই দেয় যে স্কুল
পরবর্তী নিবন্ধচিরনিদ্রায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক