লাইফস্টাইল ডেস্ক, (পপুলার২৪নিউজ ডটকম):
কেন করবেন হেয়ার স্পা
চুল যদি রুক্ষ, শুষ্ক ও নিস্তেজ হয়ে যায় তাহলে হেয়ার স্পা জরুরি। এছাড়াও চুলের আগা ফাটা, প্রচুর খুশকি হলেও স্পা উপকার দেবে। আর যদি স্ক্যাল্প-এ কোনো সমস্যা থাকে সেটাও সেরে যায়, যেমন—মাথার ত্বক চুলকানো।
যেভাবে করবেন হেয়ার স্পা
হেয়ার স্পা করতে প্রথমেই চুলের গোড়ায় কুসুম গরম তেল তুলোর সাহায্যে লাগানো হয়। এরপর স্ক্যাল্প ম্যাসাজ করতে হয়। মিনিট দশেক ম্যাসেজ করার পর চুল শ্যাম্পু করা হয়। শ্যাম্পু করার সময়েও ১০-১৫ মিনিট চুলের গোড়া ম্যাসাজ করতে হয়। শ্যাম্পু ধুয়ে করতে হয় ডিপকন্ডিশনিং। হেয়ার মাস্ক লাগিয়ে রাখতে হয় আরও আধা ঘণ্টা। চুলের ধরন অনুযায়ী স্পা ক্রিম লাগাতে হয়।
হেয়ার স্পার উপকারিতা
হেয়ার স্পা করার সময় চুলের গোড়ায় তেল ম্যাসাজের কারণে ব্লাড সার্কুলেশন বাড়ে। এতে চুল নরমও হয়। মাথার ত্বকে চুলকানির সমস্যা থাকলে সেটাও সেরে যায়।
১-চুলের আগা ফাটা ও ভঙ্গুরতা দূর করে।
২-হেয়ার স্পা চুল পড়া রোধ করে।
৩-চুল কালার, রিবন্ডিং, পাম ইত্যাদি করতে গিয়ে কেমিক্যালস ব্যবহারের কারণে অনেকের চুল ড্যামেজ হয়ে যায়। স্পা এ ক্ষেত্রেও বেশ উপকারি।
৪-হেয়ার স্পা চুলের ভলিউম বাড়ায়।
হেয়ার স্পা সাধারণত বিউটি পার্লারে গিয়ে দক্ষ হাতেই করানো হয়। তবে ইচ্ছে করলে আপনি ঘরে বসেও করতে পারেন। কীভাবে? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি।
ঘরে বসে কীভাবে করবেন
ঘরে বসে নিজে হেয়ার স্পা করার জন্য প্রথমে কিছু জিনিস গুছিয়ে নিন। যেমন—তোয়ালে, প্লাস্টিক শাওয়ার ক্যাপ, মোটা দাঁতের চিরুনি, হার্বাল শ্যাম্পু, কন্ডিশনার ও হেয়ার প্যাক। এরপর যা করবেন—
১/ চুল খুব বেশি নোংরা হয়ে থাকলে প্রথমে একবার শ্যাম্পু করে নিন। ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মাথায় তোয়ালে জড়িয়ে রাখুন।
২/ তোয়ালে চুলের পানি শুষে নিলে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিন।
৩/ চুল জট পেকে গেলে আস্তে আস্তে আঁচড়ান। প্রথমেই গোড়া থেকে জট ছাড়াতে যাবেন না। চুলের আগা থেকে অল্প অল্প চুল নিয়ে শুরু করুন।
৪/ এবার হেয়ার মাস্ক বা প্যাক তৈরি করুন। একটি ডিম, একটি লেবুর রস, এক চা চামচ কাস্টার অয়েল, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ মধু খুব ভালো করে মিশিয়ে নিন।
৫/ এরপর ওই প্যাক চুলের গোড়ায় গোড়ায় ও পুরো চুলে ভালো করে লাগিয়ে প্লাস্টিক ক্যাপ দিয়ে চুলটা আটকে রাখুন এক ঘণ্টা।
৬/ এবার চুলটা খুলে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন।
৭/ এরপর লাগাবেন কন্ডিশনার। বাজারের কেনা কন্ডিশনার না লাগাতে চাইলে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন কন্ডিশনার।
৮/ এর জন্য ব্যবহার করা চা পাতা এক মগ পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এবার ওই পানির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মেশান। এরপর চুলটা শ্যাম্পু করে নিয়ে শেষে ওই পানিটা দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন, চুল নরম, কোমল ও চকচকে হবে।
আরও জেনে নিন
১- শুষ্ক চুলে সপ্তাহে দুই দিন অন্তত হালকা গরম তেল ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন।
২- শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।
৩- কন্ডিশনার লাগিয়েই ধুয়ে ফেলবেন না। অন্তত মিনিট দশেক রেখে তারপর ধুয়ে ফেলুন।
৪- ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন চুলের গোড়ায় শ্যাম্পু বা কন্ডিশনার লেগে না থাকে। তাহলে স্ক্যাল্পে সমস্যা হতে পারে।
৫- তৈলাক্ত চুলে ঘন কন্ডিশনার ব্যবহার করবেন না। এ ক্ষেত্রে ঘরে তৈরি করা চা পাতার পানিটা বেশ উপকারী।
৬- খুব ঘন ঘন চুলে কালার, আয়রন বা ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
৭- চুল একটানা বেঁধে রাখবেন না। মাঝে মাঝে খুলে বাতাসে শুকিয়ে নিন।