পপুলার২৪নিউজ ডেস্ক: ভিয়ারিয়ালের কাছে ঘরের মাঠেই হেরে গেল জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা।
এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল রিয়াল। গত ২৩ ডিসেম্বর বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর গত সপ্তাহে সেল্তা ভিগোর মাঠে ২-২ ড্র করে রিয়াল।
ম্যাচের শুরুতে গোলরক্ষক সের্হিও আসেনহোর নৈপুণ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার গোলবঞ্চিত হয় রিয়াল। ১৮তম মিনিটে মার্সেলোর দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান স্প্যানিশ গোলরক্ষক। এরপর ২৫ গজ দূর থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিক ঠেকান কর্নারের বিনিময়ে। বল তার হাতে লেগে ক্রসবার ছুঁয়ে যায়।
এরপর২৯তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেয়া কোনাকুনি শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বিরতির ঠিক আগে আসেনহোর নৈপুণ্যে ফের বেঁচে যায় ভিয়ারিয়াল। ছয় গজ বক্সের মধ্যে থেকে রোনালদোর প্রচেষ্টা রুখে দেন তিনি। শট নেওয়ার আগমুহূর্তে ডিফেন্ডার গাসপার পর্তুগিজ ফরোয়ার্ডকে ধাক্কা দেওয়ায় পেনাল্টির জোরালো আবেদন করে স্বাগতিকরা। তবে তাতে সাড়া দেননি রেফারি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করার মতো পজিশনে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন অতিথিদের রুশ মিডফিল্ডার চেরিশেভ। পাঁচ মিনিট পর টনি ক্রুসের হাফ ভলি ঠেকান আসেনহো।
৮৭তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে দিয়ে বল জালে পাঠান পাবলো ফোরনালস। পাল্টা আক্রমণে চেরিশেভের ক্রসে উনালের শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন কেইলর নাভাস, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ডি-বক্সে ঠিক বাইরে পেয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার ফোরনালস।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের দুটিতে হারল রিয়াল, জয় মাত্র একটিতে।
লিগে এ পর্যন্ত চারটি ম্যাচে হারা রিয়াল ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৮ ম্যাচে ৪৮।