‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ‘বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস পুরস্কারে ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ পুরস্কার গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বানে ১৫ দেশের বিবৃতি
পরবর্তী নিবন্ধসমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত