গ্রেপ্তার করা যায়নি রাখি সাওয়ান্তকে: পুলিশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করা যায়নি, জানাল পঞ্জাব পুলিশ। ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাখি সাওয়ান্তের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। লুধিয়ানার একটি আদালত এই পরোয়ানা জারি করে। এরপর গতকাল বিকেলে রাখি সাওয়ান্তের গ্রেপ্তারির খবর সামনে আসে। কিন্তু, সেই খবর সত্য নয় বলে জানাল পুলিশ। পুলিশ কমিশনার কুনওয়ার বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, রাখি সাওয়ান্ত গ্রেপ্তার হননি। কোর্টের তরফে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, মুম্বইয়ের বাড়িতে পাওয়া যায়নি তাঁকে।

লুধিয়ানা ডিসিপি ধ্রুমান নিম্বলেও রাখির গ্রেপ্তারির খবর নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, রাখি সাওয়ান্তকে গ্রেপ্তারের জন্য লুধিয়ানা থেকে মুম্বইয়ে গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু, তাঁকে পাওয়া যায়নি। খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাখিকে নিয়ে আদালতের কাছে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।

গত বছর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান থেকে রামায়ণ প্রণেতা বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। সেই মন্তব্য আপত্তিকর বলে লুধিয়ানা থানায় অভিযোগ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, রাখি সাওয়ান্তের মন্তব্যের কারণে বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। মামলাটি ওঠে কোর্টে। কোর্টের তরফে রাখির নামে সমন জারি করা হয়। গত ৯ মার্চ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল রাখিকে। কিন্তু, তিনি হাজিরা দেননি।

পূর্ববর্তী নিবন্ধযতদিন ফিট তত দিন খেলবেন মাশরাফি: পাপন
পরবর্তী নিবন্ধআরিফুলের স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আপিল