পপুলার২৪নিউজ ডেস্ক:
সঞ্জয় দত্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে মুম্বাইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। প্রযোজক শাকিল নুরানি সঞ্জয় দত্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, শুনানির দিন অভিনেতা আদালতে উপস্থিত হননি। সেকারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগকারী শাকিল নুরানির আইনজীবী জানিয়েছেন, হাজিরা না দেওয়ায় সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। কোর্ট তা মঞ্জুর করেছে। মামলাটির পরবর্তী শুনানি ২৯ অগাস্ট।
শাকিল নুরানির অভিযোগ, তাঁর ছবি জান কি বাজিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে কথা দিয়েছিলেন সঞ্জয় দত্ত। সেজন্য পারিশ্রমিক বাবদ টাকাও নিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। এরপর ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের (IMPPA) কাছে নুরানি আবেদন করেন, তাঁকে যেন টাকা ফেরত দেওয়া হয়। আবেদনের ভিত্তিতে সঞ্জয় দত্তকে টাকা ফেরতের নির্দেশ দেয় IMPPA। কিন্তু, অভিনেতা টাকা ফেরত দেননি বলে অভিযোগ। মামলাটি বম্বে হাইকোর্টে নিয়ে যান নুরানি।
বিষয়টি এখানে থেমে থাকেনি। নুরানি পরে আবার অভিযোগ করেন। জানান, টাকা চাওয়ার পর থেকে সঞ্জয় দত্ত তাঁকে হুমকি দিতে শুরু করেছেন। এর আগে দুবার সঞ্জয় দত্তর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। তবে, তিনি জামিন পেয়ে গেছিলেন।