২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়দের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “লিজন ডি’অনার”-এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।
গত রোববার রাতে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ এদিন প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে দেন।
পেরিসিচ সমতায় ফেরান ক্রোয়েশিয়াকে। ক্রোয়েশিয়া আবার পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে গোল হজম করে। দ্বিতীয়ার্ধে পগবা এবং এমবাপ্পে আরও দুই গোল করেন।
শেষদিকে মানজুকিচ এক গোল করলেও হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। সোমবার গ্রিজমান, পগবারা দেশের মাটিতে পা রাখেন।
বিবিসি জানিয়েছে, প্যারিসে হাজার হাজার মানুষ জড়ো হয়ে তাদের স্বাগত জানান। দিদিয়ের দেশমের দলকে প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে তাদের সংবর্ধনা দেন। ওয়েবসাইট।