গ্রাহকদের ১১ কোটি ৪২লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও নড়াইলে গ্রাহকদের ১১ কোটি ৪২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি জেলাগুলোতে আয়োজিত চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় এই বিপুল অঙ্কের বীমা দাবি পরিশোধ করা হয়।

এর মধ্যে সাতক্ষীরা জেলার গ্রাহকদের ২ কোটি ৩৫ লাখ টাকা, খুলনা ৩ কোটি ৬৭ লাখ টাকা, বরিশালে ৩ কোটি ৭৫ লাখ টাকা এবং নড়াইলে ১ কোটি ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করে বীমা কোম্পানিটি।
বিজ্ঞাপন

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

এ ছাড়াও পপুলার লাইফের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শরিফুল ইসলাম;

জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধশুটিং ফ্লোরের দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বেলুচিস্তানে রেলস্টেশনে বোমা হামলায় নিহত ২৫