গ্যাস দিতে রাজি না হওয়ায় ক্ষমতায় যেতে পারেনি আ.লীগ:প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভারত সফরের ঠিক আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, ভারতের কাছে গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ার কারণেই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে দেওয়া হয়নি।

রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ২০০১ সালের ওই নির্বাচনে জিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার পটভূমি তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলো। আর সেই ক্ষমতায় আসার পেছনে বেশ ভালো একটা চুক্তি ছিলো- বাংলাদেশের সম্পদ গ্যাস। এই সম্পদ গ্যাস বিক্রি করতে চাইলো অ্যামেরিকা, কিনবে ভারত; অ্যামেরিকান কোম্পানি গ্যাস তুলবে, ভারতের কাছে বিক্রি করবে। ”

যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গ্যাস বিক্রির প্রস্তাব তার কাছেই দিয়েছিলেন জানিয়ে নিজেকে ওই ‘ঘটনার প্রত্যক্ষ’ সাক্ষী হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।

“তখন আমি বলেছিলাম, আমাদের দেশে কত গ্যাস আছে, আমরা এখনো জানি না। আমাদের দেশের মাত্র সামান্য কয়েক পার্সেন্ট মানুষ এই গ্যাসের সুবিধাটা পাচ্ছে।

“দেশের সম্পদের মালিক জনগণ। আগে জনগণের চাহিদা আমাকে পূরণ করতে হবে। চাহিদা পূরণ করার পর ৫০ বছরের মজুত রাখবো ভবিষ্যত বংশধরদের জন্য.. তার অতিরিক্ত গ্যাস যদি থাকে, তখন আমরা তা বিক্রি করতে পারি। তার আগে বিক্রি করতে পারি না। ”

পাকিস্তান আমলে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া প্রত্যেকটা গ্যাসফিল্ড যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর জাতির জনক নগদ টাকা দিয়ে কিনে নিয়ে বাংলাদেশের সম্পত্তিতে রূপান্তরিত করেছিলেন সেই প্রেক্ষাপটও সেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছিলেন বলে প্রধানমন্ত্রী জানান।

২০০০ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ সফরে আসেন বিল ক্লিনটন।

১৭ বছর আগে ক্লিনটনের সঙ্গে ওই বৈঠকের ফল নিয়ে শেখ হাসিনা বলেন, “খুব স্বাভাবিকভাবে অতো বড় একটা দেশের প্রেসিডেন্ট.. তাকে আমি একথা শোনালে.. এটা তো কিছু নাখোশ হওয়া স্বাভাবিক।

“আর বিএনপি তাদেরকে মুচলেকা দিয়ে দিলো, ক্ষমতায় গেলে গ্যাস তারা বিক্রি করবে। ”

পূর্ববর্তী নিবন্ধ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধইবি ছাত্রলীগের দায়িত্ব পাচ্ছেন শাহিন-হালিম