বৃহস্পতিবার দুপুরে রামগড়ের বাজারটাঁড়ের কাছে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম আসগার আলি ওরফে আলিমুদ্দিন (৫০)। আলিমুদ্দিন মাংস নিয়ে যাওয়ার সময় তার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে গো-ভক্তরা। খবর আনন্দবাজার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিমুদ্দিন নয়াসরাই ব্লকের মনুয়া গ্রামের বাসিন্দা। রামগড়ের চিতরপুর বাজার থেকে মাংস কিনে গ্রামে ফিরছিলেন। শহরের মধ্যেই বাজারটাঁড় নামে একটি জায়গায় গাড়িটি দাঁড় করায় কয়েকজন যুবক। গাড়িতে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তারা আলিমুদ্দিনকে মারতে থাকে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গাড়িটাকে ঘিরে ভিড় জমতে দেখে দাঁড়িয়ে যাই। উত্তেজিত কিছু লোক বেধড়ক কিল-ঘুঁষি মারছিল মানুষটাকে।’
স্থানীয় দোকানদাররা বলছেন, কিছু বুঝে ওঠার আগেই তারা দেখেন কয়েকটা লোক লাঠি হাতে গাড়িটি ভাঙতে শুরু করেছে। আক্রান্ত ব্যক্তি হাতজোড় করে কিছু বলার চেষ্টা করছিলেন। কর্ণপাত না করে কয়েকজন লোক গাড়ির ভিতর থেকে মাংস বের করে রাস্তায় ছুড়ে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘আমরা থামাতে গেলে উত্তেজিত জনতা আমাদের দিকেই তেড়ে আসে। আমরা ভয়ে পালিয়ে আসি। পুলিশকে খবর দিই।’
পুলিশ আসার আগেই দুষ্কৃতিকারীরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত গাড়ির কাছেই রাস্তায় পড়ে ছিলেন আলিমুদ্দিন। হাঁটতে পারছিলেন না। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রামগড় সদর হাসপাতাল, পরে রাঁচির রিমস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
রামগড়ের এসপি কৌশল কিশোর ও হাজারিবাগের ডিআইজি ভীমসেন টুটি ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এসডিপিও শশী প্রকাশ পরে বলেন, ‘গাড়িতে পাঁচ-ছয় কেজির মতো মাংস ছিল। তার ফরেনসিক পরীক্ষা হবে।’
সন্ধ্যায় ডিআইজি জানান, ঘটনাস্থল থেকে তারা কিছু ছবি ও ভিডিও ফুটেজ জোগাড় করেছেন। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে। এলাকা এখনও থমথমে। বাজারটাঁড় এলাকার দোকানপাটও বন্ধ।
এর আগে মঙ্গলবার রাতে গিরিডিতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছিল গো-রক্ষকরা। আর আজ মেরেই ফেলা হল আলিমুদ্দিনকে।
এ দিন রাঁচিতে সিবিআই আদালতে হাজিরা দিতে আসা লালুপ্রসাদের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী মুখে যাই বলুন, আসলে তার প্ররোচণাতেই এ সব ঘটনা ঘটছে।’