গোলাম রব্বানীর মনোনয়ন গ্রহণের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রংপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়নপত্র গ্রহণ ও ২৪ ঘন্টার মধ্যে যাচাই-বাছাই শেষ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার এ আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে সোমবার গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।

সেসময় জামায়াত নেতা গোলাম রব্বানী সাংবাদিকদের বলেছিলেন, ২৮ নভেম্বর দুপুরে তার মনোনয়নপত্র জমা দিতে তার আইনজীবী বায়জিদ ওসমানি রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেয়া হয়নি। এমনকি বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষপর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে প্রতিকার চেয়ে শনিবার নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এই রিট আবেদন করেছিলেন রব্বানী।

পূর্ববর্তী নিবন্ধযুবরাজ খাশোগি হত্যায় জড়িত: মার্কিন সিনেটর
পরবর্তী নিবন্ধঅাপিলের শেষ দিনে ইসিতে প্রার্থীদের ভিড়