স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্যাম্পে থেকে অনুশীলনে কিংবা জাতীয় দলের ম্যাচের সময় কোন ফুটবলার ইনজুরড হলে তার চিকিৎসায় সহায়তা করে থাকে ফিফা। ফুটবলের অভিভাবক সংস্থাটির প্লেয়ার প্রোটেকশন স্কিমের আওতায় বাংলাদেশের আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি চিকিৎসার জন্য ফিফা থেকে মোটা অংকের সহায়তা পেয়েছিলেন।
এবার পেলেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। তিনি ফিফা থেকে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার টাকা। আবাহনীর এই গোলরক্ষক গত ২০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় আহত হয়েছিলেন।
বাফুফে তার সব কাগজপত্র ফিফায় পাঠালে এই অর্থ বরাদ্দ করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।