গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ৪ দালালসহ গ্রেফতার ৫

 

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৪ দালালকে গ্রেফতার করেছেগোয়েন্দা পুলিশ। এছাড়া ৭৫ পিস ইয়াবাসহ অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কর হয়। সোমবার দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সদর উপজেলার ভেড়ার বাজার থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের হেলাল উদ্দিন ম্যোলার ছেলে জুল্লুন মোল্যা (৪৫), একই গ্রামের মৃত শামছুল হক মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩৫), শিবপুর গ্রামের মুকুল শেখের ছেলে তুহিন শেখ (৩০), ভেন্নাবাড়ী গ্রামের মৃত ইউসুফ আলী তালুকদারের ছেলে নান্টু তালুকদার (৩৮) ও ভেড়ারবাজার গ্রামের ইংগুল শেখের ছেলে আবুল কাসেম (৪০)।
গোয়েন্দা পুলিশ জানায়, আজ দুপুরে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চলায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় অফিসের ভেতর থেকে জুল্লুন মোল্যা, তুহিন শেখ, নান্টু তালুকদার ও নাজমুল মোল্যা নামে চার দালালকে গ্রেফতার করে। এরা দীর্ঘ দিন ধরে পাসপোর্ট অফিসে দালালী করে আসছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ। অপর দিকে, সদর উপজেলার ভেড়ার বাজার থেকে ৭৫ পিস ইয়াবাসহ আবুল কাসেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এব্যাপারে পৃথক মামলা দায়ের পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাবার দাফন শেষে ছেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে মায়ের সাথে অভিমান শিশুর আত্মহত্যা