মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য রোববার থেকে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষন শুরু হয়েছে।
গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। পিআইবি এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছে।
এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরতঃ ৪২জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।
গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোটিং এর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা ও অজানা বিষয় গুলোকে জানানো এবং সাংবাদিকতার অনুসন্ধানমূলক রিপোটিং এর মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করার লক্ষ্য নিয়েই মূলতঃ এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে পিআইবি-র মহাপরিচালক জানান।