হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে হরিজন ঐক্য পরিষদ। রোববার দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক মোহন লাল, দুলাল দাস ও মিলন জমাদ্দারহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, হরিজন সম্প্রদায়ের লোকজন আদি পেশাজীবী হিসেবে পরিচ্ছন্নতা কর্মির কাজকে জাত পেশা হিসেবে সিটি করপোরেশন, পৌরসভা, সরকারি, বে-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কাজ করে থাকে। বর্তমানে হরিজন সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্যান্য সম্প্রদায়দের লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে। পৌরসভার মাসিক বেতন সর্বনিম্ন ৮’শ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা হওয়ায় পরিবার পরিজন নিয়ে অমানবিক কষ্ট ভোগ করছেন।