মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকসহ জেলার সকল সরকারী দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী অফিসারগন, উপজেলা চেয়ারম্যানগন, সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে ২০২১, ২০৩০ ও ২০৪১ সালের উন্নয়নের লক্ষমাত্রা নিয়ে ১৭ টি অভিষ্ঠ এসডিজি সূচকে কিভাবে কাজ করা যেতে পারে, কি বাঁধা আসতে পারে, কিভাবে সেই বাঁধা অতিক্রম করা যেতে পারে এবং কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সে বিষয়ের উপর গ্রুপ ভিত্তিক মতামত গ্রহন, উপস্থাপন ও পরবর্তী সিদ্ধান্তের জন্য সংরক্ষন করা হয়।