গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে শুরু হয়েছে আন্ত: ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সায়াদ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনীয় খেলায় কাঠি ইউনিয়ন ১-০ গোলে বৌলতলী ইউনিয়নকে, বোড়াশী ইউনিয়ন ১-০ গোলে সাতপাড় ইউনিয়নকে, টাইব্রেকারে নিজরা ইউনিয়ন ৪-৩ গোলে লতিফপুর ইউনিয়নকে, গোবরা ইউনিয়ন ১-০ গোলে পাইককান্দি ইউনিয়নকে পরাজিত করে। এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর ফাইনাল খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধ পর্দা উঠলো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিং কমপ্লেক্সের
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা টিংকু দাশ’র মৃত্যুতে নগর ছাত্রদলের গভীর শোক