গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্থির চিত্র প্রদর্শন অনুষ্ঠিত

মেহের মামুন গোপালগঞ্জ প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্থির চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন এসব কর্মসূচি আয়োজন করে।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের সামনে এসে শেষ। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী শহিদুল ইসলাম। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খানের সভাপতিত্বে সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মুক্তিযোদ্ধা বদুরদ্দোজা বদর, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। পরে সেখানে আগত দর্শকদের বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থির চিত্র প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধীতে সড়ক ও জনপথ বিভাগের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা