গোপালগঞ্জে মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষে চার বিচারকসহ ৬ জন আহত

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ৬জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।
এসময় মাইক্রোবাসটি লিংরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে মাইক্রোবাসে থাকা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, হুমায়ূন কবীর, জেলা জজ আদালতে সিনিয়র সহকারী বিচারক এইচএম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সাথে থাকা পুলিশ কনেস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধচীনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল ব্রাজিল
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক রংপুর জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত