গোপালগঞ্জে বালু ফেলে জলাধার ভরাট করার অপরাধে এক লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বালু ফেলে জলাধার ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন এ জরিমানার আদেশ দেন।
ওই ব্যক্তিরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিনার ছেলে সাফায়েত হোসেন (৬০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার চৌধুরী ইউনুচ আলী (৬৫)।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার ভূমি মনোয়ার হোসেন জানান, গোবরা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি জলাধার বালু ফেলে ভরাট করছিলেন ওই দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিনা অনুমতিতে জমির শ্রেনী পরিবর্তন করার অপরাধে ওই দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধমাদককারবারিদের দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে : র‌্যাব ডিজি
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবি-র আন্দোলন ৬ষ্ঠ দিনে, গনস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল