হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে বিয়ে বাড়ীতে খাওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাথালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সোবাহান জানান, পাথালিয়া গ্রামের আবু সাইদ শেখর মেয়ের সাথে একই উপজেলার কোনাগ্রামের এনামুল খানের ছেলে আব্দুল্লাহ খানের সাথে বিয়ে হয়। শুক্রবার বিকালে বরসহ শতাধিক বরযাত্রী কনেকে আনতে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়। এসময় খাওয়া নিয়ে বর ও কনে পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে কনে পক্ষ বর পক্ষকে আটকে রেখে মারধর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও বর পক্ষের লোকজনকে উদ্ধার করে। মারাত্মক আহত ইয়াসিন খান (২২), বিল্লাল খান (৪৫), খুশি বেগম (৪০), রিশিয়া বেগম (৪৫), এনামুল খান (৬০), আব্দুল্লাহসহ (২৫) ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।