মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জে পৃথক সড়ক র্দূঘটনায় এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। ঈদের দিন সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় পশ্চিমপাড়া ও পরের তিদন মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এসব দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের ইজাহার উদ্দিন মোল্যার ছেলে ইউনুচ মোল্যা (৬৫) ও কাশিয়ানী উপজেলার সাহেবের চর গ্রামের মৃত: মোসলেম শেখের স্ত্রী কুলসুম বেগম (৬০)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, সোমবার রাকে আসরের নামাজ পড়তে বাড়ী থেকে মসজিদে যাচ্ছিলেন ইউনুচ মোল্যা। এসময় কাঠি-বৌলতলী সড়কের বলাকইড় পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, বৃদ্ধা কুলসুম বেগম ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাঁপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বৃদ্ধাসহ অন্তত ১৬জন আহত হন। পরে মারাত্মক আহত অবস্থায় কুলসুম বেগমকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। বাকী আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।