গোপালগঞ্জে দেড়’শ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

গোপালগঞ্জ প্রতিনিধি:

স্বাধীনতার ৫০ বছর এবং মুজিবশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ১০ জন মরনোত্তরসহ ১শ ৪০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। শেখ মনি স্মৃতি পরিষদ এ সম্মাননা প্রদান করে।
আজ বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে অনুষ্ঠানে ১০ জন মরনোত্তরসহ ১শ ৪০জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়া। পরে আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজরা।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধছাত্রী নির্যাতনের অভিযোগে হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৫