গোপালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা

মেহের মামুন (গোপালগঞ্জ) মুকসুদপুর প্রতিনিধি:

সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করছে উপজেলা পরিষদ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের র‌্যালী চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১০মার্চ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে মুকসুদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম, অফিস প্রধান সহকারী আব্দুল আল

dav

মামুন প্রমুখ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপজেলা চত্বর ফায়ার সার্ভিস এসও অফিসার রাজিব হোসেনের নেতৃত্বে বিভিন্ন ভাবে দুর্যোগ প্রস্তুতির কলা কৌশল পরিদর্শন দেখান সব শেষে শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেন। অতিথিবৃন্দরা বিজয়দের হাতে পুরুস্কার তুলে দেন।

 

পূর্ববর্তী নিবন্ধভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পরবর্তী নিবন্ধপ্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী