গোপালগঞ্জে চক্ষু ও ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে চক্ষু ও ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির এবং কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা পরিবারের ক্যাম্পের আয়োজন করে।

মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদসহ বেশ কয়েকজন চিকিৎসক চক্ষু ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দিচ্ছেন। পরে তাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধ বিতরন করছেন। মঙ্গলবার সারা দিন এ মেডিকেল ক্যাম্প চলে। গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদ বলেন, এটা মূলতঃ ডায়াবেটিস ও রেটিনার ক্লিন আই ক্যাম্প। এ এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প এটাই প্রথম।

অন্যদিকে, কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা পরিবারের আয়োজনে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করেন কলেজটির সহকারী অধ্যাপক মীর মঞ্জুর-ই- মাওলা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনটির সভাপতি জানান, স্বপ্নযাত্রা পরিবার আর্তমানবতার সেবায় কাজ করে। এই সংগঠনটির পক্ষ থেকে অসুস্থ্য রোগীদের ফ্রি ব্লাড সংগ্রহ করে থাকে। আমরা এ সকল শিক্ষার্থীর ব্লাড গ্রুপ ও মোবাইল নম্বর রেখে দেই। যাতে যাদের রক্তের প্রয়োজন হবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধমাত্র ১’শ টাকায় পুলিশের চাকরি পেল ২২ তরুণ-তরুণী