গোপালগঞ্জে কৃষক হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক ইসরাফিল মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গোবরা ইউনিয়নবাসী এ কর্মসূচী পালন করে।

বৃধবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে বেলা ১২টা পয্যন্ত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করে। এসময় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। পরে মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবীতে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারী কৃষক ইসরাফিলের ৬ বছরের শিশু কন্যা জমিতে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এ সময় ওই শিশু কন্যার বাবা ইসরাফিল ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাক মৃত ঘোষনা করে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩ ট্যুরিজম পার্কের মহাপরিকল্পনা দেখলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাসদের গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত