গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মেছো বাঘ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। গত বুধবার রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের বাহিরবাগ গ্রামের সাবেক ইউপি মেম্বার মান্নান মিয়ার বাগানে ফাঁদ পেতে ওইমেছো বাঘটিকে আটক করা হয়। পরে বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মুকসুদপুরর একটি জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

মেছো বাঘ আটককারী সাবেক মেম্বার মান্নান মিয়া মুঠো ফোনে জানিয়েছেন, ৫-৬ মাস ধরে গ্রামবাসীর হাঁস-মুরগি হারিয়ে যাচ্ছিল। প্রায় শতাধিক হাঁস-মুরগী খেয়ে ফেলে মোছো বাঘটি। পরে বিষয়টি নিয়ে গ্রামবাসী খোঁজ খবর নিলে ওই বাগানের মধ্যে হাঁস-মুরগির লোম  দেখা যায়। বিষয়টি সন্দেহ হলে গত বুধবার রাতে বাগানের মধ্যে একটি মুরগি দিয়ে ফাঁদ পেতে রাখে। এতে ওই মোছো বাঘটি ধরা পরে।
মুকসুদপুর উপজেলা বন কর্মকর্তা তাপস সেন গুপ্ত বলেন, এলাকাবাসী মেছো বাঘটিকে আমাদের কাছে দিলে আমরা বৃহস্পতিবার রাতে মুকসুদপুর থানায় জিডি করে পরে মুকসুদপুরের একটি জঙ্গলে অবমুক্ত করেছি।

পূর্ববর্তী নিবন্ধগোপন পরমাণু শহর তৈরি করেছে ভারত
পরবর্তী নিবন্ধতেজগাঁও রেল কলোনির আগুন নিয়ন্ত্রণে