গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্বাচিত পাটচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা সনজয় কুমার কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আজিজুর রহমান,মোঃ মাজারুল ইসলাম, উপ-সহকারি পাট উন্নয়ন অফিসার।

এ সময় উপজেলার ১২ ইউনিয়নের ২১৮৯ পাটচাষীর মাঝে এক কেজি পাটবীজ ও ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাধীন মাদকসেবীর হাতেই খুন মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তা
পরবর্তী নিবন্ধরাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত