গোপন মার্কিন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস!

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফ্রিকার জিবুতিতে গোপন মার্কিন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস করেছে দ্য ইন্টারসেপ্ট। তাদের দাবি, পেন্টাগন ও গুগল আর্থের তথ্য অনুযায়ী জিবুতির চাবেলি বিমানঘাঁটিকে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির আখড়ায় পরিণত করা হয়েছে।

এদিকে এ খবর ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে ওয়াশিংটন।জানা গেছে, রাজধানী জিবুতি সিটি থেকে ছয় কিলোমিটার দূরে এই বিমানঘাঁটিকে একটি জনমানব বিচ্ছিন্ন স্থানে পরিণত করা হয়েছে। কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহু সংখ্যক হ্যাঙার তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে স্যাটেইলাটের ডিশ এবং বহুসংখ্যক পাইলটবিহীন ড্রোনেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

পেন্টাগনের গত জুন মাসের এক নথিতে দেখা যায়, মার্কিন প্রতিনিধি পরিষদের কাছে দেশটির সামরিক কর্মকর্তারা ৭৬ লাখ ডলার চেয়েছেন ওই বিমানঘাঁটির বাউন্ডারি নির্মাণের জন্য। অথচ মার্কিন কর্মকর্তারা চাবেলি বিমানঘাঁটি নিয়ে এতদিন একেবারেই মুখ খোলেননি প্রকাশ্যে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

পূর্ববর্তী নিবন্ধমাহিরাকে পাকিস্তান ছাড়ার হুমকি
পরবর্তী নিবন্ধএকরাম হত্যা : মিনার চৌধুরীর জামিনের স্থগিতাদেশ বহাল