পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কিশোরী গৃহকর্মীকে গুম করার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ৪ এপ্রিল স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপরতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদেশে কিশোরীর বাবার করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গাজীপুরের জয়দেবপুর থানাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
সূত্র জানায়, রাজউক প্রকৌশলী আসাদুজ্জামান কিশোরী গৃহকর্মী আজিজা খাতুনকে ৩ মাস ধরে গুম করে রেখেছেন মর্মে গত ৫ মার্চ দৈনিক ডেসটিনি প্রত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়।
আজ হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা বেগম আদালতের নজরে বিষয়টি আনলে এম ইনায়েতুর রহিম- এর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রাজউক প্রকৌশলীকে আদালতে তলব করেন।