গুলশানে মা-মেয়ে হত্যা : প্রতিবেদন ২৯ নভেম্বর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কেশব রায় চৌধুরি নতুন এ দিন ধার্য করেন।

গত ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত ছিলেন।

২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড