গুজব বন্ধে শিল্পীদের ভিডিও বার্তা

বিনোদন ডেস্ক:
‘পদ্মা সেতু নির্মাণে একশো মাথার প্রয়োজন’-এমন গুজবের পর থেকেই দেশজুড়ে ঘটে গেছে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘ছেলেধরা’ সন্দেহে এরমধ্যে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন কয়েকজন নির্দোষ ব্যাক্তি । অতি সম্প্রতি গণপিটুনিতে নিহত হওয়া নির্দোষ রেনু নামের এক গৃহিনীর মৃত্যু ছুঁয়ে গেছে প্রতিটি মানবিক মনকে। দিন দিন সারা দেশে বাড়ছে ‘ছেলেধরা’ গুজব।
সরকার ও প্রশাসন নানাভাবে এই গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাচ্ছে। কিন্তু কিছুতেই যেন কাটছে না ছেলেধরা গুজবের আতঙ্ক । প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটেই চলেছে। দেশব্যাপী এমন গুজব নিয়ে সাধারণ জনগণকে সচেতন করতে এবার প্রচারণায় নামলেন দেশের তারকা অভিনেতা-অভিনেত্রীরা। গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলেন শোবিজ অঙ্গনের এইসব তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করলেন একটি ভিডিও বার্তা।

পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, হিল্লোল, নাদিয়া, নওশীন, এফএস নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।
পিকলু চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওটি তৈরি করা। কারণ সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরি। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল থেকে ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। নির্মাতা জানান, এই ভিডিওটি কপিরাইট ফ্রি রাখা হয়েছে। ফলে যে কেউ চাইলে এটি নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়ায় আপলোড ও যে কোনও টিভি-রোডওতে প্রকাশ করতে পারবেন।

 

পূর্ববর্তী নিবন্ধচবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সিসি ক্যামেরা স্থাপন
পরবর্তী নিবন্ধমালিকানা ফেরত পেলো দুই হলের মালিক