নিজস্ব প্রতিবেদক
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত হতে আগ্রহী জাতীয় বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মশিউর রহমান বলেন, রাষ্ট্রপতি দেশের সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আশায় আছি। বিষয়টি জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বরাবর চিঠিও পাঠানো হয়েছে। তবে এখনো আমরা গুচ্ছে যুক্ত হতে পারিনি।
তিনি আরও বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারলে শিক্ষার্থীদের আলাদাভাবে কোথাও ভর্তি হতে হবে না। মেধাতালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আমাদের দেওয়া হলেও কোনো আপত্তি নেই। তবুও আমরা গুচ্ছে যুক্ত হতে চাই।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২১ সালে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরে গুচ্ছে আরও চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।