২২ গজে রবিচন্দ্রন অশ্বিন ও হার্শেল গিবসের লড়াই হওয়ার সম্ভাবনা নেই। তবে সোশ্যাল মিডিয়ার মঞ্চে তাদের লড়াইটা জমে গেলবেশ।
গত সোমবার একটা টুইট করেন অশ্বিন। যাতে তিনি লেখেন- এত ভালো রানিং শু এর আগে কখনও পরিনি। তাই সবাইকে একটু দেখাতেই হচ্ছে…।
ভারতীয় অফস্পিনারের এই টুইটে গিবস মন্তব্য করেন, আশা করব, এবার তুমি একটু জোরে দৌড়াতে পারবা…।
এমনিতেই অশ্বিনের ফিল্ডিং নিয়ে সমালোচনা হয়। মাঠে কখনও দ্রুতগতির ফিল্ডার নন তিনি। তার ওপর এমন খোঁচা। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনারের এমন কথাবার্তা ভালো লাগেনি এই স্পিনিং অলরাউন্ডারের। পাল্টা জবাবও দিয়েছেন- তোমার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমার সুন্দর মন আছে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ক্রিকেট আমার রুটি-রুজি। এ নিয়ে গড়াপেটা চলে না…।
উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার অভিযোগে একবার নিষিদ্ধ হয়েছিলেন গিবস।
জবাবে সাবেক প্রোটিয়া ওপেনার লেখেন- দেখছি। একটু মশকরাও সহজভাবে নিতে পারছ না। ঠিক আছে, চল…।
এই প্রতিক্রিয়ার পর অশ্বিন-গিবসের সোশ্যাল মিডিয়ার যুদ্ধ নতুন মোড় নিয়েছে। শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন, ম্যাচ গড়াপেটা বিতর্ক টেনে এনে মাত্রা ছাড়িয়েছেন অশ্বিন। হয়তো পরে তা টের পান তিনি। তাই বিতর্কিত ওই টুইট মুছে দেন ঘূর্ণি জাদুকর।
এর আগে গিবসের উদ্দেশে তিনি লেখেন, আমার উত্তরটাও ছিল পুরোপুরি ঠাট্টা। কিন্তু তুমি আর বাকিরা তা কীভাবে দেখলে। যা হোক, এ রকম মজায় আমার কোনো আপত্তি নেই। চল একদিন ডিনার করা যাক…।