পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বেড়িবাঁধের উপর অবস্থিত গাবতলী-সদরঘাট সংযোগকারি সড়কের দু’পাশের প্রায় ৩৭ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্র ও শনিবার টানা দুইদিন অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।
শনিবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তৎকালীন ডিসিসিকে ৫২ একর জমির মালিকানা হস্তান্তর করে। তবে দীর্ঘ সময় জমিটি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রাখে।
এ জমি দখলমুক্ত করতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে শুক্রবার গাবতলী-সদরঘাট সংযোগ সড়কের রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
প্রথম দিনের অভিযানে প্রায় ১২ একর জমি উদ্ধার হয়।
শনিবারের অভিযানে আরও প্রায় ২৫ একর জমি উদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে ৫২ একর অবৈধ দখলকৃত জমির মধ্যে প্রায় ৩৭ একর জমি উদ্ধার করা সম্ভব হয়।
দুই দিনের উচ্ছেদ অভিযানে প্রায় ৫শ’ অস্থায়ী টিনশেড স্থাপনা, ৫০টি স্থায়ী দোকানঘর, ইট-বালুর আড়ৎ ও সীমানা প্রাচীরসহ টায়ারপট্টি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান, অঞ্চল ৪ এর নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ, অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেনসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।