গাপটিল-ওয়ার্নারের পরই তামিম ইকবাল!

পপুলার২৪নিউজ ডেস্ক :
বিশ্বজুড়ের ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে থাকার লড়াইটি বেশ জমে উঠেছে। যেখানে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশও। আার এ লড়াইয়ে তামিম ইকবালের অবস্থানও বর্তমানে নজড় কাড়া।

চলতি বছর বিভিন্ন সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। একদিনের ক্রিকেটে এখন তার ব্যাটিং গড় ৬৯.২২। যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য। ১১ ম্যাচের দশ ইনিংসে তামিমের রান সংখ্যা ৬২৩। রয়েছে ২টি শতক আর চারটি অর্ধশতক।

আর এ ব্যাটিং গড়ের সুবাদেই বর্তমানে তামিম বিশ্বের তৃতীয় সেরা ওপেনার। গত দুই বছর ঝকঝকে পারফরম্যান্সের সুবাদে সর্বাধিক রান সংগ্রাহক ওপেনারদের এ তালিকায় ওঠে এসেছেন তামিম। এই টাইগার ওপেনারের উপরে আছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিল এবং অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

দুই বছরে তামিম খেলেছেন ২৪টি ওয়ানডে ইনিংস। ৫৬.৬৬ গড়ে ১১৯০ রান করেছেন তিনি। তার ঠিক উপরে থাকা মার্টিন গাপটিল ৩৪ ইনিংসে ৫৬.৮৯ গড়ে সংগ্রহ করেছেন ১৬৫০ রান। তালিকায় সবার উপরে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার গত দুই বছরে ৩১ ইনিংসে ৬৫.৪৮ গড়ে করেছেন ১৮৯৯ রান।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী মহানগর পুলিশের জয়ন্তীর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশে কেউ গৃহহীন থাকবে না : পলক