গাজীপুরে ১৬ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

গাজীপুরে সিটি কর্পোরেশন এলাকায় একটি মার্কেটে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে জেলার সিটি কর্পোরেশনের ভোগড়ার পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার জানান, সকাল ৬টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক স্থানীয় ওসমান আলী সরকার মার্কেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেমিপাকা টিনশেডের পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীদের নিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

আগুনে দুটি হোটেল, ইলেকট্রনিকস, টেইলারের দোকান, ফার্নিচার, ঝুটের গুদামসহ ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই ওই আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্যুট-বুট পরে বুশের বাড়িতে সৌদি যুবরাজ
পরবর্তী নিবন্ধভিসির বাসভবনে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ