ঢামেক প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুগ্ধ শিশু তাওহীদের (৭) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিস্ফোরণে দগ্ধ তাওহীদের ছোট বোন তাইবারও (৩) মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ১১ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাওহীদের মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।
নিহত তাওহীদ ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের সজল মিয়ার সন্তান। তিনি গাড়ি চালান। কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ভাড়া থাকেন তারা। তাওহীদরা দুই ভাই-বোন ছিল। তাওহীদের মা সুমাইয়া আক্তার গার্মেন্টসকর্মী।
এর আগে ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ভর্তি রোগীদের অন্তত ১৬ জনের শতকরা ৮০ শতাংশ দগ্ধ।